media/unsplash:eX210KFTYRM

স্বাদ মতো অনেকেই খাবারে বেশি নুন পছন্দ করেন।

media/unsplash:rIymmvOq3P8

লবণ বেশি খেলে মারাত্মক ক্ষতি হতে পারে স্বাস্থ্যের।

media/unsplash:f6cVTolEhQE

  শরীরে প্রতি দিন গড়ে ৫ গ্রাম লবণ প্রয়োজন, দাবি গবেষণায়।

media/unsplash:sSLI7KXPwzU
media/unsplash:AKTxcbR5f6k

ভারতীয়েরা গড়ে প্রতি দিন প্রায় 8 গ্রাম বেশি লবণ খান।

media/unsplash:XdErxxR6Xog

খাবারে অতিরিক্ত লবণ ব্যবহার করলে উচ্চ রক্তচাপের মতো সমস্যা দেখা দিতে পারে।

উচ্চ রক্তচাপ ছাড়াও হার্ট অ্যাটাক, স্ট্রোকের মতো গুরুতর সমস্যাও হতে পারে।

media/unsplash:OwX4DzrAOq8

সীমিত পরিমাণে লবণ খাওয়া পেশী এবং স্নায়ুতন্ত্রকে সুস্থ রাখে।

media/unsplash:bmCQEq9Y8XU

গবেষণায় দেখা গিয়েছে, মহিলাদের তুলনায় পুরুষেরা বেশি লবণ খান।

media/unsplash:ozHMc88WgcI

মহিলারা প্রতি দিন ৭.৯ গ্রাম লবণ খান এবং পুরুষেরা প্রতি দিন ৮.৯ গ্রাম লবণ খেয়ে থাকেন।

media/unsplash:UbTUTDRqj-o