media/unsplash:_GWpse3qrDI

দীর্ঘ দিন ধরে কোষ্ঠকাঠিন্যের সমস্যা পরবর্তীতে অনেক রোগের কারণ হতে পারে।

কোষ্ঠকাঠিন্যের কারণে অন্ত্র ধীরে ধীরে আটকে যেতে শুরু করে, পাইল্‌সের আশঙ্কা থাকে।

কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে আয়ুর্বেদে কিছু পরামর্শ দেওয়া হয়েছে।

media/unsplash:XLPBiiQtg3U

কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ডুমুর উপকারী। সকালে ভেজানো ডুমুর খেলে সমস্যা হ্রাস পেতে পারে।

media/unsplash:YJnX-S4Ib5I

দুই থেকে তিনটি ভেজানো ডুমুর পেটের জন্য খুবই উপকারী, কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে।

media/unsplash:nmbeveSl0sU

কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে প্রচুর জল পান করুন।

media/unsplash:bRdRUUtbxO0

 খাদ্যতালিকায় ফাইবার সমৃদ্ধ শাকসব্জি রাখতে হবে।

media/unsplash:GxQ13MXLTHQ

কফির প্রতি আসক্তি থাকলে ধীরে ধীরে তা কমিয়ে আনতে হবে।

media/unsplash:UyvVGKtNuig