ভারতে মোট ক্যানসার আক্রান্তদের মধ্যে চার শতাংশ শিশু।
আক্রান্তদের মধ্যে বেশিরভাগের বয়স ১৪ বছরের কম। এক বছরের কম বয়সি শিশুও রয়েছে।
এইমস ক্যানসার সেন্টার এবং এইমস ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের রিপোর্টে প্রকাশিত হয়েছে এমনই তথ্য।
মারণরোগের কোন উপসর্গগুলি একেবারেই উপেক্ষা করা উচিত নয়?
অবিরাম পিঠে ব্যথা, ক্রমবর্ধমান দুর্বলতা, ঘন ঘন জ্বর, ঘন ঘন মাথাব্যথা ক্যানসারের প্রাথমিক উপসর্গ হতে পারে।
হাড়ের দুর্বলতা, দ্রুত ওজন হ্রাসও মারণরোগের লক্ষণ।
ত্বকের হলদে ভাব, গলা, পেট বা অন্যান্য অংশে লাম্প বা মাংস পিণ্ড দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের পপরামর্শ নিতে হবে।
এই উপসর্গগুলিই অনেক সময়ে মারণরোগের ইঙ্গিত হতে পারে।
উপেক্ষা না করে চিকিৎসকের পরামর্শ নেওযা জরুরি।