গরমের ছুটির দিন প্রায় শেষের মুখে, কিন্ত তাপমাত্রার পারদ এখনও উর্দ্ধমুখী। এই অবস্থায় বাড়ির শিশুদের যত্ন নেবেন কী ভাবে?

ছবি: সংগৃহীত

চিকিৎসকেরা জানাচ্ছেন গরমে শিশুদেরও হিট স্ট্রোক হতে পারে,  তাই শিশুদের এই আবহাওয়ায় প্রয়োজন কিছু বাড়তি যত্নের।

ছবি: সংগৃহীত

প্রাপ্তবয়স্কেরা শরীরের বিষয়ে খানিকটা সচেতন হলেও ছোটরা এই সময় চট করে অসুস্থ হয়ে পড়ে। শিশুদের সুস্থ রাখতে তাই তাদের ডায়েটের দিকে নজর দিতে হবে।

ছবি: সংগৃহীত

গরমে অধিকাংশ শিশুর ডিহাইড্রেশনের সমস্যা হয়। তাই এই সময় শিশুদের জল খাওয়ার দিকে নজর রাখতে হবে। দিনে তাদের আড়াই থেকে তিন লিটার জল খাওয়াতেই হবে।

ছবি: সংগৃহীত

সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে বাঁচাতে বাইরে বেরোনোর আগে তাদের ত্বকেও সানস্ক্রিন লাগাতে হবে।

ছবি: সংগৃহীত

গরমে শিশুদের সুতির ঢিলেঢালা পোশাক পরান।

ছবি: সংগৃহীত

দুপুরের রোদ্রে তাদের বাইরে না বেরোতে দেওয়াই ভাল। যদি বাচ্চাকে নিয়ে বেরোতেই হয়,  তা হলে টুপি বা ছাতা নিয়ে বেরোবেন।

ছবি: সংগৃহীত

বিকেলের দিকে রোদ পড়ে যাওয়ার পর তাদের খেলতে বেরোতে দিন, তার আগে যাতে না বেরোয় সে দিকে নজর রাখুন।

ছবি: সংগৃহীত

রোদ থেকে ফিরেই জল খেতে দেবেন না,  কিছুক্ষণ পাখার তলায় বসিয়ে তার পর জল খাওয়াবেন।

ছবি: সংগৃহীত