বর্ষায় ভিজে জামাকাপড় শুকনো করা সময়সাপেক্ষ এবং ঝক্কির কাজ।

অনেক সময় ঘরে পাখা চালিয়ে ভিজে জামাকাপড় বিছিয়ে শুকোতে হয়।

বর্ষায় জামাকাপড় শুকোনোর জন্য রইল কিছু কার্যকরী উপায় 

কাপড় ধোয়ার পর যতটা সম্ভব জল নিংড়ে নিতে হবে। 

হাত দিয়ে কাপড়ের জল ভাল ভাবে নিংড়ে নেওয়ার পর শুকনো তোয়ালেতে মুড়িয়ে কিছু ক্ষণ রেখে দিন। অতিরিক্ত জল শুষে নেবে।

এর পর ভিজে কাপড় হ্যাঙারে করে ফ্যানের নীচে ঝুলিয়ে রাখুন।

ভিজে কাপড়ের গন্ধ দূর করতে কাপড় ধোয়ার সময় জলে ডিটারজেন্টে মেশানোর আগে দু’চামচ ভিনিগার মিশিয়ে নিন।

ভিনিগার মেশানোর দশ মিনিট পরে সুগন্ধযুক্ত ডিটারজেন্ট মিশিয়ে  নিন। তার পরে সেই জল দিয়ে জামাকাপড় ধুতে হবে।