রাতের আকাশে তারা গুনতে ভালবাসেন অনেকেই।

ছবি: সংগৃহীত

 রাতের আকাশ পরিষ্কার ভাবে দেখতে পাড়ি দেন নির্দিষ্ট গন্তব্যে।

ছবি: সংগৃহীত

দেশের মধ্যেই এমন কিছু জায়গা রয়েছে যা নক্ষত্র-সন্ধানীদের কাছে খুবই জনপ্রিয়।

ছবি: সংগৃহীত

স্পিতি 

 হিমাচল প্রদেশের স্পিতি উপত্যকা ‘স্কাই গেজ়ার’দের অন্যতম পছন্দের জায়গা।

ছবি: সংগৃহীত

নীল দ্বীপ

আন্দামান ও নিকোবরের নীল দ্বীপের সমুদ্রের পাশাপাশি অন্যতম আকর্ষণ রাতের স্বচ্ছ আকাশ।

ছবি: সংগৃহীত

কচ্ছ

  ফি বছর গুজরাতের কচ্ছেও ভিড় করেন জ্যোতির্বিজ্ঞানে উৎসাহীরা।

ছবি: সংগৃহীত

কুর্গ

 দিন হোক বা রাত, কর্নাটকের কুর্গ আপনাকে হতাশ করবে না।

ছবি: সংগৃহীত

কাটাও পর্বত

নাগরিক জীবনের দূষণ, ব্যস্ততা, ভিড় থেকে দূরে সিকিমের মাউন্ট কাটাও ‘স্টার গেজ়িং’-এর জন্য সেরা ঠিকানা।

ছবি: সংগৃহীত