সুন্দর উজ্জ্বল ত্বক সকলেই চান। ত্বকের ঔজ্জ্বল্য বজায় রাখতে ব্যবহার করুন বিশেষ পানীয়৷
ছবি: সংগৃহীত
বিট আর আমলকির রস ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধি করে এবং শরীরকে সুস্থ রাখে৷
ছবি: সংগৃহীত
ভিটামিন সি সমৃদ্ধ বিট-আমলকির রস প্রতি দিন পান করলে বিশেষ উপকার হয়৷
ছবি: সংগৃহীত
এই পানীয়ের প্রচুর অ্যান্টিঅক্সিড্যান্ট ত্বককে সতেজ টানটান রাখে৷
ছবি: সংগৃহীত
বিট-আমলকির রসে রয়েছে অ্যামাইনো অ্যাসিড এবং আয়রন৷ ফলে রক্তকে বিশুদ্ধ করে এই পানীয়৷
ছবি: সংগৃহীত
এটি ত্বকের যাবতীয় দাগ দূর করে৷ ব্রণ, র্যাশ ইত্যাদির সমস্যা কমাতেও কার্যকর এই পানীয়৷
ছবি: সংগৃহীত
বিট এবং আমলকি হজম শক্তি বৃদ্ধি করে৷ চুল ভাল রাখতেও সাহায্য করে এই পানীয়৷
ছবি: সংগৃহীত
সকালে খালি পেটে বিট-আমলকির রস খাওয়া স্বাস্থ্যকর৷
ছবি: সংগৃহীত