media/unsplash:y_CSTKJ0bEs

কয়েকটি সহজ উপায় অবলম্বন করে ঘরে বসেই স্যালোঁর মতো রূপচর্চা সম্ভব। সময়ও বাঁচবে, খরচও কমবে!

ছবি: সংগৃহীত

media/unsplash:8pQgaNB27Hs

মাস্কারা লাগানোর আগে একটি তুলোর বলে বেবি পাউডার লাগিয়ে চোখের পাতায় লাগান, চোখের পাতা ঘন এবং লম্বা দেখাবে।

ছবি: সংগৃহীত

media/unsplash:rtmUqEq4YAs

মুখের দাগ দূর করতে জলে অ্যাসপিরিন ট্যাবলেট মিশিয়ে পেস্ট হিসাবে ব্যবহার করুন।

ছবি: সংগৃহীত

media/unsplash:2H_8WbVPRxM

পছন্দের সুগন্ধি দীর্ঘস্থায়ী করতে ব্যবহারের আগে কব্জি এবং ঘাড়ে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে স্প্রে করুন।

ছবি: সংগৃহীত

media/unsplash:Y4oPclDAHdQ

নতুন জুতো পরে ব্যথা হয়েছে? ডিওডোরেন্ট বা রোল-অন লাগালে ব্যথা কমবে।

ছবি: সংগৃহীত

media/unsplash:kj1A3wta7qY

নখে টুথপেস্ট লাগিয়ে ব্রাশ দিয়ে পরিষ্কার করুন। নখের ঔজ্জ্বল্য ফিরবে।

ছবি: সংগৃহীত

media/unsplash:LMzwJDu6hTE

এক্সফোলিয়েটর হিসাবে ভাল কাজ করে কফি। এটি মুখের উজ্জ্বলতা ফেরাতে সাহায্য করে।

ছবি: সংগৃহীত

media/unsplash:R1exaWKXBzY

চুলে মেয়োনিজ় লাগিয়ে কিছু ক্ষণ পর শ্যাম্পু করে ফেলুন। রুক্ষ ভাব দূর হওয়ার পাশাপাশি চুল ঘন এবং মসৃণ দেখাবে।

ছবি: সংগৃহীত