শহরের ভিড় থেকে দূরে যে সাত জায়গা সঙ্গীর সঙ্গে ভ্রমণের জন্য আদর্শ। শীতের ছুটিতে দু’জনে নিভৃতে সময় কাটাতে বেড়িয়ে আসুন।

ছবি: সংগৃহীত

পুদুচেরি

নিরিবিলিতে বেড়াতে যাওয়ার জায়গা খুঁজছেন? বড়দিনের ছুটিতে ঘুরে আসুন পুদুচেরি থেকে।

ছবি: সংগৃহীত

তোশ গ্রাম

হিমাচল প্রদেশের কুল্লু জেলার তোশ গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করবে।

ছবি: সংগৃহীত

হাম্পি

কর্নাটকের হাম্পি ইতিহাসের স্মৃতিস্তম্ভ, মন্দির, ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়ির জন্য বিখ্যাত।

ছবি: সংগৃহীত

ঋষিকেশ

 উত্তরাখণ্ডের দেহরাদূনের ঋষিকেশে  গঙ্গা আরতি দেখতে ভুলবেন না।

ছবি: সংগৃহীত

লেহ লাদাখ

লেহ লাদাখ বাইকপ্রেমীদের কাছে রোড ট্রিপের জন্য একটি বিখ্যাত পর্যটনকেন্দ্র। এটি ভারতের সবচেয়ে শান্তিপূর্ণ স্থানগুলির মধ্যে একটি।

ছবি: সংগৃহীত

আন্দামান

সদ্য বিয়ে করে থাকলে মধুচন্দ্রিমায় আন্দামানে যেতে পারেন।

ছবি: সংগৃহীত

মাউন্ট আবু

মাউন্ট আবু, রাজস্থানের একটি সুন্দর এবং শান্তিপূর্ণ পাহাড়ি এলাকা। এখানে দেওয়ারা মন্দির, ব্রহ্মা কুমারী আশ্রম এবং গুরু শিখর পরিদর্শন করা যেতে পারে।

ছবি: সংগৃহীত