নভেম্বরের গোড়ার দিতে ভ্রমণের পরিকল্পনা করছেন? রইল সেরা সাত ঠিকানা।

ছবি: সংগৃহীত

 কচ্ছ

 শীতের শুরুর দিকে বেড়িয়ে আসতে পারেন পশ্চিম ভারতের অন্যতম পর্যটন স্থান কচ্ছের রন থেকে। এই ‘সাদা মরুভূমি’-র প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে।

ছবি: সংগৃহীত

 ভরতপুর

শহুরে কোলাহল থেকে দূরে গিয়ে নিরিবিলিতে পাখি দেখতে ভাল লাগে? ভরতপুর পাখিরালয়ে ৩৭০টিরও বেশি প্রজাতির দেখা মিলতে পারে।

ছবি: সংগৃহীত

 গোয়া

 সমুদ্র সৈকত পছন্দ হলে অন্যতম সেরা ঠিকানা গোয়া।  নভেম্বরেই সেখানে প্রতি বছর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজিত হয়। সময় জেনে বেড়াতে গেলে অভিজ্ঞতা মন্দ হবে না।

ছবি: সংগৃহীত

 অমৃতসর

 অমৃতসরের স্বর্ণ মন্দিরের জাঁকজমক দেখার মতো। শীতে বেড়িয়ে আসতে পারেন পঞ্জাবের অমৃতসর থেকে।

ছবি: সংগৃহীত

 শিলং

 সুন্দর গোলাপি চেরি ফুল দেখার পাশাপাশি ১৭ থেকে ১৯ নভেম্বর শিলংয়ে অনুষ্ঠিত উৎসবে সামিল  হতে পারেন আপনিও।

ছবি: সংগৃহীত

শান্তিনিকেতন

 নভেম্বরের হালকা শীতে নিরিবিলিতে প্রিয়জনের সঙ্গে কিছুটা সময় কাটাতে চাইলে শান্তিনিকেতন থেকে ঘুরে আসতে পারেন।

ছবি: সংগৃহীত

লক্ষদ্বীপ

 লক্ষদ্বীপে বিলাসবহুল ক্রুজ়েও শীতের ছুটি কাটিয়ে আসতে পারেন।

ছবি: সংগৃহীত