রোজের খাদ্যতালিকায় গুরুত্বপূর্ণ উপকরণ শাকসব্জি। সুস্বাস্থ্যের জন্য প্রতি দিন শাকসব্জি খাওয়া অত্যন্ত প্রয়োজন।
ছবি: সংগৃহীত
সব্জি সাধারণত খোসা বাদ দিয়ে খাওয়া হয়৷ তবে কিছু সব্জি খোসা-সহ খেলে পুষ্টিগুণ বজায় থাকে৷
ছবি: সংগৃহীত
শসা, বেগুন এবং আলু ছাড়াও আরও কিছু সব্জি খাওয়ার আগে খোসা ছাড়বেন না।
ছবি: সংগৃহীত
আলু
আলুতে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন এবং মিনারেল রয়েছে। আলুর খোসাতেও আয়রন পাওয়া যায়।
ছবি: সংগৃহীত
গাজর
গাজরের খোসায় রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট, ফাইবার, ভিটামিন সি এবং বি-৩। তাই গাজর খোসা-সহ খাওয়া উপকারী।
ছবি: সংগৃহীত
শসা
শসার খোসায় ফাইবার এবং প্রচুর ভিটামিন রয়েছে৷ খোসা সমেত শসা খাওয়া হাড়ের জন্য উপকারী৷
ছবি: সংগৃহীত
বেগুন
বেগুন সাধারণত খোসা-সহ খাওয়া হয়৷ বেগুনের খোসায় রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট এবং স্ট্রেস কমানোর জন্য প্রয়োজনীয় উপাদান।
ছবি: সংগৃহীত
ঝিঙে
ঝিঙের খোসায় প্রচুর পরিমাণে পটাশিয়াম, ফাইবার এবং ভিটামিন পাওয়া যায়। তাই রান্না করার সময় ঝিঙের খোসা বাদ না দেওয়া ভাল।
ছবি: সংগৃহীত