চুরি হবার পরও পেয়ে যাবেন ফোন, ওন করে নিন এই সেটিংস
ছবি: সংগৃহীত
এন্ড্রয়েড এবং আইওএস দুটো প্লাটফর্মে পাওয়া যায় এই ফিচার
ছবি: সংগৃহীত
নিজের ফোনের সেটিংসে গিয়ে একটা ক্লিক করে ফিচারটা ‘অন’ করে রাখলেই কেল্লা ফতে।
ছবি: সংগৃহীত
অ্যান্ড্রয়েড এবং আইওএস— দুই প্লাটফর্মেই আছে এই ফিচার।
ছবি: সংগৃহীত
ফিচারের নাম ‘ফাইন্ড মাই ডিভাইস’। মোবাইলের সুইচ অফ থাকলেও লোকেশন বোঝা যাবে।
ছবি: সংগৃহীত
গুগ্ল এই ‘ফাইন্ড মাই ডিভাইস’-এর উন্নত ভার্সন নিয়ে এসেছে।
ছবি: সংগৃহীত
গত বছরের মে মাসেই এই ফিচার এ দেশে আসার কথা ছিল। আমেরিকা ও কানাডাতে গুগ্ল শুরু করেছে ‘ফাইন্ড মাই ডিভাইস’ ফিচার।
ছবি: সংগৃহীত
আইফোনে যদিও এই ফিচার আগে থেকেই রয়েছে। সেটিংসে গিয়ে শুধু অন করতে হবে ‘ফাইন্ড মাই ডিভাইস’।
ছবি: সংগৃহীত
আগামী দিনে অ্যান্ড্রয়েড ফোনে ভারত-সহ অন্যান্য দেশে এই সুবিধা পাওয়া যাবে। এই ফিচার থেকে পরিবার বা বন্ধুদের সঙ্গে নিজের লোকেশন শেয়ার করা যায়।
ছবি: সংগৃহীত
ফোন কখন ‘অফলাইন’ হচ্ছে সেটা জানতে অন করতে হবে ‘ফাইন্ড মাই নেটওয়ার্ক’ ফিচার।
ছবি: সংগৃহীত
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের হারিয়ে যাওয়া মোবাইলের লোকেশন জানতে ‘ফাইন্ড মাই ডিভাইস’-এর ওয়েবসাইটে যেতে হবে।
ছবি: সংগৃহীত