বিশ্ব জুড়ে প্রায় ২০০ কোটি মানুষ হোয়াট্সঅ্যাপ ব্যবহার করেন। ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়া— সঙ্গী এই মেসেজিং অ্যাপ।
ছবি: সংগৃহীত
হোয়াট্সঅ্যপের আপডেটগুলি নিরীক্ষণ করে ডব্লুউএবিএটাইনফো নামের একটি ওয়েবসাইট।
ছবি: সংগৃহীত
ওই ওয়েবসাইটের একটি প্রতিবেদনে নতুন এই বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে।
ছবি: সংগৃহীত
নতুন ফিচার অনুযায়ী, দু’জন হোয়াট্সঅ্যপ ব্যবহারকারী ইন্টারনেট ছাড়াই নিজেদের মধ্যে ‘ফাইল’ শেয়ার করতে পারবেন।
ছবি: সংগৃহীত
এ জন্য উভয়কেই হোয়াট্সঅ্যপে একই সেটিংস পেজ খুলতে হবে।
ছবি: সংগৃহীত
এ জন্য উভয়কেই হোয়াট্সঅ্যপে একই সেটিংস পেজ খুলতে হবে। এ ছাড়া, ব্যবহারকারীকে দু’টি ডিভাইস শনাক্ত এবং সংযোগ করার অনুমতিও দিতে হবে।
ছবি: সংগৃহীত
এর মাধ্যমে ব্যবহারকারীরা ইন্টারনেট ছাড়াই ছবি, ভিডিয়ো এবং ফাইল আদানপ্রদান করতে পারবেন।
ছবি: সংগৃহীত
ব্লুটুথ বা অন্য কোনও শেয়ারিং অ্যাপের মতোই কাজ করবে হোয়াট্সঅ্যাপ।
ছবি: সংগৃহীত