ইদানীং বহু মহিলাই একক-ভ্রমণে যান। একা ঘুরতে গেলে নিজের সুরক্ষার দায়িত্বও নিজেকেই নিতে হবে।
ছবি: সংগৃহীত
একা ঘুরতে যাওয়ার ক্ষেত্রে নানা সতর্কতার কথা তো মাথায় রাখতেই হবে। সঙ্গে সুরক্ষিত থাকার জন্য মোবাইলে এই তিনটে অ্যাপ রাখতে পারেন।
ছবি: সংগৃহীত
‘বি সেফ নেভার ওয়াক অ্যালোন’ অ্যাপটিতে অ্যালার্মের ব্যাবস্থা রয়েছে। যে কোনও বিপদে সেই অ্যালার্মে ক্লিক করলেই আপনার অবস্থান আপৎকালীন নম্বরে পৌঁছে যাবে।
ছবি: সংগৃহীত
‘১১২ ইন্ডিয়া’ অ্যাপটিতে থাকা ‘এসওএস’ বোতামে ক্লিক করলে আপনাকে সুরক্ষা প্রদানের জন্য আপনার অবস্থানে লোক পৌছে যাবে।
ছবি: সংগৃহীত
দিল্লি পুলিশের ‘হিম্মত প্লাস’ অ্যাপটিতে থাকা ‘এসওএস’ বোতামে ক্লিক করলে আপনার অবস্থান তৎক্ষণাৎ দিল্লি পুলিশের কন্ট্রোল রুমে পৌঁছে যাবে এবং নিকটবর্তী থানা থেকে আপনার জন্য সাহায্য পাঠানো হবে।
ছবি: সংগৃহীত
উল্লিখিত তিনটি অ্যাপের মধ্যে দু’টি অ্যাপ কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত। ফলে আপনি নির্দ্বিধায় এই অ্যাপগুলি ব্যবহার করতে পারেন।
ছবি: সংগৃহীত
ফোনে এই অ্যাপগুলি রাখা ছাড়াও যে জায়গায় ঘুরতে যাচ্ছেন সেই এলাকা সম্বন্ধে সচেতন থাকতে হবে।
ছবি: সংগৃহীত
জরুরি সমস্ত নথিপত্রের পাশাপাশি তাদের ফোটোকপিও রাখা প্রয়োজনীয়। কোনও কারণে যদি আসল নথিটি নষ্ট হয়ে যায়, তখন অনেক সময়ে ফোটোকপিটি দিয়ে কাজ চালানো যেতে পারে।
ছবি: সংগৃহীত