অতি দ্রুত কোনও মেসেজ, ভিডিয়ো, অডিয়ো একসঙ্গে অনেক জনকে পাঠানোর ক্ষেত্রে হোয়াট্সঅ্যাপ অত্যন্ত জনপ্রিয়।
ছবি: সংগৃহীত
তবে হোয়াট্সঅ্যাপ থেকে অনেক সময় ভুয়ো বার্তা ছড়িয়ে পড়ে বিপদ হয়। এ বার হোয়াট্সঅ্যাপ ফ্যাক্ট চেক অর্থাৎ সত্যতা যাচাইয়ের বিষয়ে উদ্যোগী হয়েছে। এর উদ্দেশ্য ভুয়ো বার্তা ছড়িয়ে পড়া প্রতিরোধ করা।
ছবি: সংগৃহীত
এই বিশেষ উদ্যোগে হোয়াট্সঅ্যাপ ব্যবহারকারীদের বিশেষ কিছু বৈশিষ্ট্য সম্পর্কে সচেতন করা হবে।
ছবি: সংগৃহীত
এই সব বৈশিষ্ট্য দেখে ব্যবহারকারীরা ভুয়ো খবর সহজেই শনাক্ত করতে পারবেন এবং সেই মেসেজ ভাইরাল করা থেকে বিরত থাকবেন।
ছবি: সংগৃহীত
মনে করা হচ্ছে, যে কোনও মেসেজ নিয়ে সন্দেহ থাকলে গুগ্ল, খবরের ওয়েবসাইট দেখে সত্যতা যাচাই করতে হবে।
ছবি: সংগৃহীত
মেসেজের সত্যতা যাচাই করার জন্য হোয়াট্সঅ্যাপ ইতিমধ্যেই ১০টি সংস্থার সঙ্গে কাজ করছে।
ছবি: সংগৃহীত
হোয়াট্সঅ্যাপ মেসেজ ফরোয়ার্ড করার ক্ষেত্রেও একটি নির্দিষ্ট সীমা নির্ধারণ করা হয়েছে।
ছবি: সংগৃহীত
ব্যবহারকারীদের উদ্দেশে বলা হয়েছে, কোনও নম্বর, কোনও মেসেজ সন্দেহজনক মনে হলে অবিলম্বে ব্লক এবং রিপোর্ট করতে হবে।
ছবি: সংগৃহীত