স্মার্ট ফোন, স্মার্ট ওয়াচের পর ইতিমধ্যেই স্মার্ট রিং, স্মার্ট পেনডেন্ট বাজারে এসেছে।

ছবি: সংগৃহীত

এই স্মার্ট গ্যাজেটগুলি যে শুধু দৈনন্দিন জীবনকে সহজ করে  তা-ই নয়, এগুলি পরিধেয় এবং বেশ কেতাদুরস্ত।

ছবি: সংগৃহীত

পরিধেয় স্মার্ট গ্যাজেটের তালিকায় ফিটনেস ট্র্যাকার থেকে শুরু করে স্মার্ট চশমা সবই রয়েছে।

ছবি: সংগৃহীত

ফিটনেস ট্র্যাকার

 ফিটনেস ট্র্যাকার এখন বহুল প্রচলিত। হৃদ্‌স্পন্দন থেকে অক্সিজেনের মাত্রা— দৈনন্দিন বিভিন্ন শারীরিক কার্যকলাপ নিরীক্ষণ করে এই গ্যাজেট।

ছবি: সংগৃহীত

স্মার্টওয়াচ

 স্বাস্থ্য সংক্রান্ত কার্যক্রমের ওপর নজর রাখতে বর্চমানে স্মার্ট ঘড়িতেই পাওয়া যাচ্ছে ইসিজি মনিটর, পিরিয়ড ট্র্যাকার এবং গ্লুকোজ় ট্র্যাকার ।

ছবি: সংগৃহীত

স্মার্ট চশমা

 ব্লুটুথ স্মার্ট চশমাগুলির একাধিক বৈশিষ্ট্য রয়েছে। এমনকি ওয়াইফাইয়ে চলে এমন স্মার্ট চশমাও আজকাল পাওয়া যাচ্ছে।

ছবি: সংগৃহীত

স্মার্ট অ্যাক্সেসরিজ়

 স্লিপ সাইকেল, স্মার্ট পেনডেন্ট, স্মার্ট রিং এবং স্মার্ট ব্যান্ড-এর মতো ডিভাইস শারীরিক ক্রিয়াকলাপের উপর নজর রাখতে সক্ষম।

ছবি: সংগৃহীত

স্মার্ট হেডসেট

যারা গেমিং করেন তাঁদের জন্য স্মার্ট হেডসেট খুবই উপযোগী।

ছবি: সংগৃহীত