সস্তায় প্লেনে চড়তে চান? জলের দরে টিকিট কাটার উপায় বলে দিচ্ছে গুগল।
ছবি: সংগৃহীত
অনলাইনে বিমানের টিকিট বুক অনেকেই করেন। তবে গুগলের এই ফিচার ব্যবহার করলে সেই দামে মিলবে দুর্দান্ত ছাড়!
ছবি: সংগৃহীত
সম্প্রতি এই সুবিধা চালু করেছে গুগল। যেখানে ‘গুগল ফ্লাইট্স’-এর মাধ্যমে সস্তায় বিমানের টিকিট বুক করা যাবে।
ছবি: সংগৃহীত
কোন সময় বিমানের টিকিট কাটলে দাম সস্তা পড়বে, সেই তথ্যই জানাবে গুগলের এই ফিচার।
ছবি: সংগৃহীত
এই বৈশিষ্ট্যের মাধ্যমে দিন, সময় ইত্যাদি অনুসারে সস্তায় টিকিট বুক করা যাবে।
ছবি: সংগৃহীত
‘প্রাইস ট্র্যাকিং’-এর মাধ্যমে যে কোনও তারিখের টিকিটের দাম ট্র্যাক করা যাবে।
ছবি: সংগৃহীত
যদি ভ্রমণের তারিখ নির্দিষ্ট না হয় তবে ‘প্রাইস গ্রাফ’-এর মাধ্যমে সপ্তাহ বা মাস অনুসারেও টিকিটের দামের একটি ধারণা পাওয়া যাবে।
ছবি: সংগৃহীত
গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে ব্যবহার করা যাবে এই ফিচার।
ছবি: সংগৃহীত