ব্যবহার করা পুরনো মোবাইল কিনবেন ভাবছেন? কেনার সিদ্ধান্ত নেওয়ার আগে ফোনের কয়েকটি ব্যাপার পরখ করে নেওয়া প্রয়োজনীয়।
ছবি: সংগৃহীত
নতুন মোবাইল কেনার ক্ষেত্রে পকেট সায় না দিলে তখন ‘সেকেন্ড হ্যান্ড’ মোবাইল কিনেই কাজ চালাতে হয় অনেককে।
ছবি: সংগৃহীত
তবে অন্যের ব্যবহার করা মোবাইল কেনার আগে ভাল করে যাচাই করে নিতে হবে পাঁচটি বিষয়।
ছবি: সংগৃহীত
পুরনো ফোন কেনার আগে তার ‘ডিসপ্লে’র অবস্থা ঠিকঠাক আছে কিনা সেটা ভাল করে দেখে নিন। ফোনের মাইক, স্পিকার ও ক্যামেরাও ভাল করে কাজ করছে কিনা দেখুন।
ছবি: সংগৃহীত
মোবাইলের কাগজপত্র সব ঠিকঠাক রয়েছে কিনা, সেটা অবশ্যই যাচাই করে নিন। কাগজপত্র না থাকলে সেই মোবাইল না কেনাই শ্রেয়।
ছবি: সংগৃহীত
মোবাইলের সুইচ অন বা অফ করার বোতাম ঠিকঠাক কাজ করছে তো? এই ব্যাপারটিও যাচাই করে নিন।
ছবি: সংগৃহীত
আপনি যে মডেলের পুরনো মোবাইল কিনবেন ভেবেছেন, সেটির নতুন মডেলের দাম বাজারে কত পড়ছে, সেটা অবশ্যই একবার দেখে নেবেন। দামের তেমন ফারাক না থাকলে নতুন মোবাইল কেনারই চেষ্টা করবেন।
ছবি: সংগৃহীত
মোবাইলের ব্যাটারির অবস্থা কেমন রয়েছে, পুরনো মোবাইল কেনার ক্ষেত্রে এই বিষয় অবশ্যই যাচাই করে নেবেন।
ছবি: সংগৃহীত