media/unsplash:tFabmar4vb0

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ‘হাই-টেক’ প্রতারণা! ফাঁদে পা দিলেই কিন্তু বিপদ।

ছবি: সংগৃহীত

media/unsplash:ZE0fFgolV2U

কল চলাকালীন ‘ভয়েস ক্লোন’ করে টাকা হাতাতে কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করছে প্রতারকেরা।

ছবি: সংগৃহীত

media/unsplash:zwd435-ewb4

অধিকাংশ ক্ষেত্রেই দেখা গিয়েছে যাঁর বা যাঁদের সঙ্গে প্রতারণা হয়েছে, বেশিরভাগই আসল ভয়েস এবং ‘এআই ভয়েস’-এর মধ্যে পার্থক্য করতে পারেননি।

ছবি: সংগৃহীত

media/unsplash:vJP-wZ6hGBg

একটি সফ্‌টওয়্যার সংস্থা জানিয়েছে এমনই চাঞ্চল্যকর তথ্য।

ছবি: সংগৃহীত

media/unsplash:wJyp9ueZZ7s

পরিচিত মানুষের ‘ভয়েস ক্লোন’ করে সহজেই ফাঁদে ফেলা সম্ভব বলে দাবি ওই সংস্থার।

ছবি: সংগৃহীত

media/unsplash:izOMUD6GoqE

এ ক্ষেত্রে গলার আওয়াজ পরিবর্তন করে কেউ কথা বললে তা সহজে বোঝার উপায় নেই।

ছবি: সংগৃহীত

media/unsplash:JYGnB9gTCls

প্রতারণার হাত থেকে বাঁচতে, অচেনা নম্বর থেকে আসা ফোন যাচাই করে নেন। কেউ ফোনে টাকা চাইলে সতর্ক থাকুন। যাচাই না করে অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য কারও সঙ্গে শেয়ার না করাই ভাল।

ছবি: সংগৃহীত

media/unsplash:bgySUDeDCfI

যাচাই না করে টাকা লেনদেন থেকেও বিরত থাকুন।

ছবি: সংগৃহীত