টয়লেটের জেদি দাগ পরিষ্কার করতে অনেক সময় নাজেহাল হতে হয়।
টয়লেট সিটে আটকে থাকা ময়লা পরিষ্কার করতে প্রচুর জলের অপচয় হয়।
চিনের হুয়াজং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিজ্ঞানীরা এই সমস্যার সমাধান খুঁজে পেয়েছেন।
বিজ্ঞানীরা প্লাস্টিক এবং হাইড্রোফোবিক বালির সাহায্যে ত্রিমাত্রিক নন-স্টিক কমোড তৈরি করেছেন।
এটির আকার সাধারণ টয়লেটের তুলনায় অনেক ছোট। বিজ্ঞানীদের দাবি, এই বিশেষ টয়লেটে কোনও দাগ বসবে না।
অনেক ধরনের আঠালো জিনিস এই টয়লেটে রেখে পরীক্ষা করা হয়।
বিজ্ঞানীদের মতে, এই টয়লেটে খুব কম ফ্লাশ করতে হবে এবং জল সাশ্রয় হবে।
সারা বিশ্বে প্রতি দিন ফ্লাশ করার জন্য ১৪১ বিলিয়ন লিটার জল অপচয় হয়।
এই নন-স্টিক টয়লেট জলসঙ্কট থেকেও রক্ষা করতে পারে বলে দাবি বিজ্ঞানীদের।
পরবর্তী খবর পড়ুন