সম্প্রতি এক সাক্ষাৎকারে মাইক্রোসফ্‌টের সিইও সত্য নাদেল্লা তাঁর সঙ্গে এক কৃষকের দেখা হওয়ার গল্প শোনালেন। কী বললেন তিনি?

ছবি: সংগৃহীত

মাইক্রোসফ্‌টের সিইও সত্য নাদেল্লার মতে কেবল শিক্ষার্থী বা চাকুরিরতরাই নয়, ভারতীয় কৃষকেরাও এআই-এর মাধ্যমে উপকৃত হচ্ছেন।

ছবি: সংগৃহীত

নাদেল্লা জানান ২০২৩-এ ভারতের এক গ্রামে এক কৃষকের সঙ্গে ওঁর কথা হয়।

ছবি: সংগৃহীত

সেই কৃষক নাদেল্লাকে জানান যে, সরকার কর্তৃক কৃষকদের যে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে তার ব্যাপারে তিনি চ্যাটজিপিটি ৩.৫ থেকে নানা তথ্য সংগ্রহ করেছেন।

ছবি: সংগৃহীত

সেই কৃষক আরও জানান যে, তিনি নিজের ভাষাতে চ্যাটজিপিটি ৩.৫-এর কাছে তথ্য জানতে চাইতে প্রথমে দ্বিধা বোধ করছিলেন।

ছবি: সংগৃহীত

কিন্তু পরে সংকোচ কাটিয়ে তিনি নিজের ভাষাতেই তথ্য জানতে চান এবং সহজেই পুরো ব্যাপারটা বুঝেও যান।

ছবি: সংগৃহীত

কৃষক নাদেল্লাকে জানান এই পুরো ব্যাপারটিই তাঁর কাছে সহজ ছিল এবং চ্যাটজিপিটির ফলে তিনি উপকৃত হয়েছেন।

ছবি: সংগৃহীত

মাইক্রোসফ্‌টের সিইও সত্য নাদেল্লার কাছে এই পুরো সাক্ষাৎকারটি স্মরণীয় হয়ে রয়ে গিয়েছে।

ছবি: সংগৃহীত

নাদেল্লার মতে, জটিল সমস্যা থেকে শুরু করে সাধারণ মানুষের প্রাত্যহিক সমস্যা, সবেরই উত্তর রয়েছে চ্যাটজিপিটির কাছে।

ছবি: সংগৃহীত