ব্যক্তিগত আলাপচারিতা সুরক্ষিত রাখতে হোয়াট্সঅ্যাপে চ্যাট লক করে রাখতে পারেন৷ জেনে নিন কী ভাবে করবেন?
ছবি: সংগৃহীত
অনেক সময় একই কম্পিউটারে একাধিক ব্যক্তি কাজ করেন৷ কম্পিউটার ছেড়ে উঠে গেলে যদি ভুলবশত হোয়াট্সঅ্যাপ লগ আউট করা না থাকে, তা হলে যে কেউ ওই কম্পিউটার ব্যবহার করার সময় সমস্ত চ্যাট দেখতে পাবেন৷
ছবি: সংগৃহীত
তবে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে বিশেষ ব্যবস্থা রয়েছে হোয়াট্সঅ্যাপে।
ছবি: সংগৃহীত
হোয়াট্সঅ্যাপে এসেছে নতুন চ্যাট লক ফিচার যা কোডের মাধ্যমে কাজ করবে এবং ব্যক্তিগত পরিসরে ব্যবহারকারীর সুরক্ষা সুনিশ্চিত করবে৷
ছবি: সংগৃহীত
হোয়াট্সঅ্যাপ ওয়েবে লক করা চ্যাট খুলতে গোপন কোড অথবা আঙুলের ছাপ প্রয়োজন হবে।
ছবি: সংগৃহীত
মোবাইল ফোন থেকে গোপন কোড সেট করতে পারেন ব্যবহারকারী। এটি হোয়াট্সঅ্যাপের নিরাপত্তা আরও বৃদ্ধি করবে।
ছবি: সংগৃহীত
যেখানে সমস্ত চ্যাট পর পর দেখাচ্ছে সেখানে যে চ্যাট লক করতে চাইছেন সেই চ্যাটের উপর ক্লিক করে ডান দিকের তিনটি ডটে ক্লিক করলে লক চ্যাটের অপশন আসবে৷
ছবি: সংগৃহীত
এখানে ক্লিক করলে পাসওয়ার্ড বা আঙুলের ছাপ যে কোনও একটি বিকল্পের মাধ্যমে চ্যাট লক করতে পারবেন৷
ছবি: সংগৃহীত