media/unsplash:81fRHbVliQI

হোয়াট্‌সঅ্যাপকে টেক্কা দিতে বাজারে এসেছে নতুন মেসেজিং অ্যাপ, জেনে নিন এর ফিচার।

ছবি: সংগৃহীত

media/unsplash:tBypczR1CFI

রিচ কমিউনিকেশন সার্ভিস (আরসিএস) এর সঙ্গে অ্যাপলের আইমেসেজের  তুলনা করা হচ্ছে।

ছবি: সংগৃহীত

media/unsplash:qcRGVZNZ5js

আরসিএসের মাধ্যমে যে কোনও বার্তা পাঠানো যায়। ব্যবহার করা যায় ইমোজি। পাঠানো যায় মাল্টিমিডিয়াও।

ছবি: সংগৃহীত

media/unsplash:_LG6-LuBXaQ

গুগ্‌ল এই মেসেজিং সার্ভিস চালু করেছে। এটি দ্রুত জনপ্রিয়ও হয়ে উঠছে।

ছবি: সংগৃহীত

media/unsplash:zeCdye9bUmI

আরসিএস ইন্টারনেট ছাড়াও কাজ করে।

ছবি: সংগৃহীত

media/unsplash:PjoJga8EovQ

আরসিএসে গ্রুপ চ্যাট এবং ফোটো শেয়ার করা যাবে।

ছবি: সংগৃহীত

media/unsplash:FVtG38Cjc_k

গুগ্‌ল ২০০৭ সালে এই পরিষেবাটি চালু করেছিল। তার পর থেকে তারা এটা নিয়ে নিয়মিত কাজ করছে।

ছবি: সংগৃহীত

media/unsplash:6wdRuK7bVTE

চলতি বছরের শেষের দিকে অ্যাপলের আইওএস-এও এই পরিষেবা পাওয়া যাবে।

ছবি: সংগৃহীত