media/unsplash:X9Cemmq4YjM

দিন দিন এআই সঙ্গীর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। ভালবাসার শূণ্যস্থান পূরণ করছে কৃত্রিম বুদ্ধিমত্তা।

ছবি: সংগৃহীত

media/unsplash:fv1EFjgIb94

সমাজমাধ্যম ছেয়ে যাচ্ছে এআই বান্ধবীর ‘চ্যাটবটে’। এই নিয়ে মেটার কপালে চিন্তার ভাঁজ।

ছবি: সংগৃহীত

media/unsplash:CiSizRTO8U8

ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারে দেখা যাচ্ছে এআই বান্ধবী সংক্রান্ত নানা বিজ্ঞাপন।

ছবি: সংগৃহীত

media/unsplash:FYOwBvRb2Mk

বিজ্ঞাপনগুলিতে ব্যাবহার করা হয়েছে প্রাপ্তমনস্ক ছবি।

ছবি: সংগৃহীত

media/unsplash:zwd435-ewb4

সমাজমাধ্যমে এই ধরনের বিজ্ঞাপন চালানো সম্পূর্ণভাবে মেটা পলিসির বিরূদ্ধে।

ছবি: সংগৃহীত

media/unsplash:_3KdlCgHAn0

তা সত্ত্বেও মেটার লাইব্রেরিতে প্রায় ২৯ হাজারেরও বেশি এই ধরনের বিজ্ঞাপনের হদিশ পেয়েছেন মেটার আধিকারিকেরা।

ছবি: সংগৃহীত

media/unsplash:2UjheC7FBWQ

দিন-দিন এই সকল বিজ্ঞাপনের সংখ্যা আরও বৃদ্ধি পাচ্ছে।

ছবি: সংগৃহীত

media/unsplash:hYycxvhw2Wo

মেটা থেকে এই সমস্ত অ্যাকাউন্ট শনাক্ত করার কাজ শুরু হয়েছে। এদের বিরূদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে মেটা।

ছবি: সংগৃহীত