সম্প্রতি চ্যানেল ফিচার চালু করেছে হোয়াট্সঅ্যাপ। জানা যাচ্ছে, ব্যবহারকারীদের অনেকেই নাকি এই ফিচার পছন্দ করছেন না।
ছবি: সংগৃহীত
ব্যক্তিগত চ্যাটিং অ্যাপের এই চ্যানেল ফিচারটি অনেকটা ইনস্টাগ্রামের চ্যানেলের মতো। এর মাধ্যমে তারকা থেকে সংবাদমাধ্যম, সব কিছুর আপডেট পাওয়া যায়।
ছবি: সংগৃহীত
তবে এই নতুন ফিচারটি পছন্দ না হলে একটি সহজ উপায়ে এটিকে সরিয়ে ফেলা যায়।
ছবি: সংগৃহীত
হোয়াট্সঅ্যাপের আপডেট অপশনে গিয়ে সেখানে ‘ভিউ আপডেট্স’-এ ক্লিক করতে হবে।
ছবি: সংগৃহীত
এর ফলে স্ট্যাটাস বারটি উপরের দিকে দেখাবে এবং চ্যানেলগুলি নীচে চলে যাবে।
ছবি: সংগৃহীত
প্রতি বার হোয়াট্সঅ্যাপ খুলে এর পুনরাবৃত্তি করলে হোয়াটসঅ্যাপ একেবারে আগের মতোই থাকবে। যদি কারও কোনও আপডেট দেখতে পছন্দ না করেন, তবে সেগুলি আপনাকে দেখাবে না।
ছবি: সংগৃহীত
এ ছাড়াও অপ্রয়োজনীয় স্ট্যাটাস দেখাবে না। চ্যানেলও নীচে থাকবে এবং আপডেটগুলি বার বার উপরে দেখাবে না।
ছবি: সংগৃহীত
হোয়াট্সঅ্যাপ আনইনস্টল করে পুরনো সংস্করণ ইনস্টল করেও চ্যানেল আপডেট থেকে মুক্তি মিলতে পারে।
ছবি: সংগৃহীত