ভারতের বাজারে সফর শুরু করল গুগ্‌ল ওয়ালেট। কী ভাবে ব্যবহার করবেন এই অ্যাপ?

ছবি: সংগৃহীত

সমস্ত অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা এই অ্যাপের সুবিধা নিতে পারবেন।

ছবি: সংগৃহীত

media/unsplash:vE1As8YoJRs

আই ফোন ব্যবহারকারীদের এখনও এই অ্যাপের সুবিধা নেওয়ার জন্য অপেক্ষা করতে হবে।

ছবি: সংগৃহীত

অন্যান্য অ্যাপের মতোই,  এই অ্যাপটিও আপনার মোবাইলের প্লে স্টোর থেকেই ডাউনলোড করতে পারবেন।

ছবি: সংগৃহীত

গুগল পে-র সঙ্গে গুগল ওয়ালেটের কোনও মিল নেই। এই অ্যাপ আপনার ‘ডিজিটাল লকারের’ মতো কাজ করবে।

ছবি: সংগৃহীত

গুগল ওয়ালেটে আপনি আপনার সমস্ত গুরুত্বপূর্ণ নথি,  কাগজপত্র জমিয়ে রাখতে পারবেন।

ছবি: সংগৃহীত

আপনি যদি ভ্রমণপ্রেমী হয়ে থাকেন, তা হলে এই অ্যাপ আপনার খুবই কাজে আসবে। এখানে আপনি আপনার বোর্ডিং পাস,  টিকিট ‘সেভ’ করে রাখতে পারবেন।

ছবি: সংগৃহীত

media/unsplash:L0nipfx-Ry4

নানা নামী সংস্থার সঙ্গে এই অ্যাপের চুক্তি হয়েছে,  ওই সকল অ্যাপ থেকে পাওয়া নানা কুপন বা ‘গিফ্ট কার্ড’  আপনি আপনার ‘গুগল ওয়ালেটে’ ‘সেভ’ করে রাখতে পারবেন এবং পরে  সেগুলিকে ব্যবহার করতে পারবেন।

ছবি: সংগৃহীত