আজকাল অনেক সংস্থা গ্রাহকদের আকৃষ্ট করতে নো কস্ট ইএমআইতে কেনাকাটার সুযোগ দেয়।
ছবি: সংগৃহীত
নো কস্ট ইএমআই বিকল্পটি বেছে নেওয়ার আগে এর শর্তাবলি ভাল ভাবে জেনে নেওয়া জরুরি।
ছবি: সংগৃহীত
যদি কোনও অতিরিক্ত চার্জ থাকে, যেমন জিএসটি বা প্রক্রিয়াকরণ ফি, তবে সে সম্পর্কেও আগাম জানা জরুরি।
ছবি: সংগৃহীত
নো কস্ট ইএমআইয়ের জন্য ন্যূনতম শর্তাবলি, যেমন ক্রেডিট স্কোর, টাকার লেনদেন, ইএমআইয়ের সময়সীমা ইত্যাদি আপনি পূরণ করতে পারছেন কি না দেখে নিন।
ছবি: সংগৃহীত
কোন জিনিস কেনার জন্য কত দিনের ইএমআই নির্বাচন করবেন, সেটা ভাল ভাবে ভেবে করবেন। কারণ দিন যত বেশি হবে তত অতিরিক্ত টাকা দিতে হবে।
ছবি: সংগৃহীত
নো কস্ট ইএমআই এবং নগদ টাকায় কেনার ক্ষেত্রে পণ্যের দাম একই কি না তা দেখে নেওয়া জরুরি।
ছবি: সংগৃহীত
যদি পরবর্তী কালে পণ্য ফেরত দিতে চান, তা হলে প্রক্রিয়া কী, তাও জেনে রাখা জরুরি৷
ছবি: সংগৃহীত
ইএমআইতে জিনিস কেনার ক্ষেত্রে অবশ্যই বিশ্বস্ত সংস্থাকে বেছে নেওয়াই ভাল। এ ক্ষেত্রে ঠকে যাওয়ার সমস্যা এড়ানো যায়৷
ছবি: সংগৃহীত