শীতকালে চটজলদি গরম জল পাওয়ার জন্য বাথরুমে গিজ়ার লাগালে বেশ কিছু সুবিধা হয়।
ছবি: সংগৃহীত
শীতে গরম জল করার জন্য বাথরুমে নতুন গ্যাস গিজ়ার তো লাগাচ্ছেন, কয়েকটি বিষয় মাথায় রেখেছেন তো?
ছবি: সংগৃহীত
জল এবং বিদ্যুৎ সংযোগ দুই-ই থাকায় যে কোনও রকম দুর্ঘটনা এড়াতে গিজ়ার লাগানোর সময় বিশেষ সতর্কতা জরুরি।
ছবি: সংগৃহীত
বন্ধ জায়গায় গিজ়ার বসানো থেকে বিরত থাকুন। বায়ু চলাচলের সুবিধা আছে এমন জায়গায় গিজ়ার বসান।
ছবি: সংগৃহীত
বাথরুমে গিজ়ার লাগানো থাকলে স্নানের সময় এক্সজ়স্ট ফ্যান চালু রাখুন।
ছবি: সংগৃহীত
লিক এড়াতে নির্দিষ্ট সময় অন্তর গিজ়ার সার্ভিসিং করুন।
ছবি: সংগৃহীত
সারা দিন গিজ়ারের সুইচ অন করে রাখবেন না। বাথরুমে যাওয়ার কিছু ক্ষণ আগে চালু করুন। বাথরুম থেকে বেরিয়ে যাওয়ার সময় সুইচ অফ করে দিতে হবে।
ছবি: সংগৃহীত
অসাবধানে গিজ়ার থেকে কোনও বিপদ হলে যত তাড়াতাড়ি সম্ভব আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যেতে হবে।
ছবি: সংগৃহীত