‘সেকেন্ড হ্যান্ড’ ফোন কিনছেন? কেনার আগে কিন্তু বেশ কিছু বিষয়ে যাচাই করে নিতে হবে।
ছবি: সংগৃহীত
নতুন ফোন কিনতে গেলে পকেট সায় না দিলে ‘সেকেন্ড হ্যান্ড’ ফোনেই কাজ চালাতে হয় অনেককে।
ছবি: সংগৃহীত
কিন্তু কেনার আগে জেনে নেওয়াও জরুরি, ফোনটি আদৌ চুরি করা হয়েছিল কি না।
ছবি: সংগৃহীত
সেকেন্ড হ্যান্ড ফোন সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেতে একটি ছোট কাজ সেরে নিলেই যথেষ্ট।
ছবি: সংগৃহীত
ফোনে *#০৬# ডায়াল করে আইএমইআই নম্বর পেতে পারেন অথবা ফোন সেটিংসে গিয়েও ফোনটি সম্পর্কে তথ্য যাচাই করে নেওয়া যায়।
ছবি: সংগৃহীত
সিইআইআর পোর্টালে গিয়ে ফোন নম্বর লিখুন। তার পর প্রাপ্ত ওটিপি দিন।
ছবি: সংগৃহীত
এর পর আইএমইআই নম্বরটি দিয়ে পোর্টালে প্রবেশের সঙ্গে সঙ্গেই আপনার ফোন সম্পর্কিত যাবতীয় তথ্য পেয়ে যাবেন।
ছবি: সংগৃহীত
ফোনটি চোরাই হলে সেটিকে ‘ব্ল্যাকলিস্টেড’ বা আগে থেকেই ব্যবহার করা হিসাবে দেখাবে।
ছবি: সংগৃহীত