media/unsplash:kLmt1mpGJVg

 কয়েকটি উপায় জানা থাকলে সহজেই বোঝা যাবে, কেউ আপনাকে হোয়াট্‌সঅ্যাপে ব্লক করেছেন কি না।

ছবি: সংগৃহীত

media/unsplash:T5Us4Q9JMZk

সম্পর্কের শুরু থেকেই মন কষাকষি লেগেই রয়েছে! ঝগড়ার পর কী করে বুঝবেন উল্টো দিকের মানুষটি আপনাকে হোয়াট্‌সঅ্যাপে ব্লক করে দিয়েছেন কি না?

ছবি: সংগৃহীত

media/unsplash:PjoJga8EovQ

যদি আপনাকে কেউ হোয়াট্‌সঅ্যাপে ব্লক করে থাকে, তা হলে আপনি আর তাঁর প্রোফাইল ছবিটি দেখতে পাবেন না।

ছবি: সংগৃহীত

media/unsplash:uKdkh25_wc0

আপনাকে ব্লক করলে তিনি শেষ কখন হোয়াট্‌সঅ্যাপ দেখেছেন তা দেখতে পাবেন না। এমনকি, অনলাইন স্টেটাসও বুঝতেত পারবেন না। যদি তিনি বিশেষ সেটিংস অন করে রাখেন তা হলেও এমনটা হতে পারে।

ছবি: সংগৃহীত

অনেক বার হোয়াট্‌সঅ্যাপে কল করার পরে যদি ‘রিংগিং’ না হয়ে ‘কলিং’ দেখায় তা হলেও হতে পারে যে আপনাকে ব্লক করে দেওয়া হয়েছে।

ছবি: সংগৃহীত

সাধারণত হোয়াট্‌সঅ্যাপে মেসেজ করলে ডাবল টিক পড়ে। আপনি কাউকে বার্তা পাঠিয়েছেন অথচ সিঙ্গল টিক হয়ে রয়েছে, এটাও কিন্তু লক্ষণ হতে পারে। অবশ্য নেটওয়ার্ক না-থাকলেও সিঙ্গল টিক দেখায়।

ছবি: সংগৃহীত

যদি আপনি তাঁকে কোনও গ্রুপে জুড়তে না পারেন তা হলেও হতে পারে যে অন্য জন আপনাকে ব্লক করে দিয়েছেন।

ছবি: সংগৃহীত

কিন্তু এ ক্ষেত্রেও সেটিংস বদলে এমনটা করতে পারেন তিনি।

ছবি: সংগৃহীত