media/unsplash:qB8tpVXQh6Y

ফোন, ল্যাপটপ সব মিলিয়ে যন্ত্রনির্ভরতা যত বৃদ্ধি পাচ্ছে পাসওয়ার্ড ততই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তথ্য সংরক্ষণের ক্ষেত্রে।

ছবি: সংগৃহীত

media/unsplash:W7mE55yorWE

 পাসওয়ার্ড দিলেও অনেকে ভুলে যান৷ তাই সহজ পাসওয়ার্ড দিতে পছন্দ করেন অনেকে৷ কিন্তু কী রকম পাসওয়ার্ড দিলে সুরক্ষা সুনিশ্চিত হতে পারে?

ছবি: সংগৃহীত

media/unsplash:56CjIvG10lo

সাধারণত পাসওয়ার্ড ছোট হাতের, বড় হাতের অক্ষর, চিহ্ন আর সংখ্যা দিয়ে হয়৷ এগুলি হ্যাকাররা সহজেই হ্যাক করতে পারে।

ছবি: সংগৃহীত

media/unsplash:uQCGr96ShH4

বিশেষজ্ঞদের মতে পাসওয়ার্ড শক্তিশালী করতে ইমোজি ব্যবহার করা যেতে পারে।

ছবি: সংগৃহীত

media/unsplash:1pAwJiCD60c

ইমোজির সঙ্গে অক্ষর আর চিহ্ন দিয়ে মিলিয়ে মিশিয়ে পাসওয়ার্ড দিতে পারেন৷ এতে পাসওয়ার্ড অনেক বেশি শক্তিশালী হবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞেরা।

ছবি: সংগৃহীত

media/unsplash:Y-TzM28dDhU

৩৬০০ ইমোজি আছে ইউনিকোডে। ফলে ইমোজি দিয়ে পাসওয়ার্ড দিলে হ্যাকাররা চেষ্টা করলেও ৩৬০০ বার চেষ্টা করতে হবে।

ছবি: সংগৃহীত

media/unsplash:qIKSsOMIhpM

একই অক্ষর দিয়ে একাধিক পাসওয়ার্ড দিলে ভুলে যাওয়ার সমস্যা থাকে। তবে ইমোজি দিয়ে পাসওয়ার্ড দিলে মনে রাখাও সহজ হতে পারে।

ছবি: সংগৃহীত

media/unsplash:oZ61KFUQsus

যদিও বেশ কিছু সাইট ইমোজি দিয়ে পাসওয়ার্ড ব্যবহারের অনুমতি দেয় না। তবে যেখানে ইমোজি দেওয়া যাবে সেখানে অক্ষর চিহ্নের সঙ্গে ইমোজি ব্যবহার করতে পারলে পাসওয়ার্ড অনেক বেশি শক্তিশালী হবে।

ছবি: সংগৃহীত