২ এপ্রিল মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে গুগ্লের পডকাস্ট পরিষেবা। এই অ্যাপে ফাইল থাকলে কোথায় সেভ করবেন?
ছবি: সংগৃহীত
সংস্থার তরফে জানানো হয়েছে, গুগ্ল তার পডকাস্ট নিয়ে যাচ্ছে ইউটিউব মিউজ়িকে।
ছবি: সংগৃহীত
এই পরিস্থিতিতে গুগ্ল পডকাস্টে রাখা ফাইল শীঘ্রই ইউটিউব মিউজ়িকে স্থানান্তর করে নিন।
ছবি: সংগৃহীত
পদ্ধতিটি সহজ। তথ্য স্থানান্তর করতে প্রথমে গুগ্ল পডকাস্ট অ্যাপে যান।
ছবি: সংগৃহীত
স্ক্রিনের উপরের দিকে এক্সপোর্ট সাবস্ক্রিপশন অপশন বেছে নিন।
ছবি: সংগৃহীত
এক্সপোর্ট টু ইউটিউব মিউজ়িকের নীচে এক্সপোর্ট অপশনে ক্লিক করুন।
ছবি: সংগৃহীত
এই অপশনে ক্লিক করলেই আপনার ফাইল স্থানান্তরের প্রক্রিয়া শুরু হবে।
ছবি: সংগৃহীত
ফাইল বা তথ্য স্থানান্তর করতে ‘ওপিএমএল’ বা ‘গুগ্ল টেকআউট’ ডাউনলোড করতে পারেন।
ছবি: সংগৃহীত
গত বছরের সেপ্টেম্বরেই পডকাস্ট পরিষেবা বন্ধের ঘোষণা করেছিল গুগ্ল। তবে সেই সময়পরে সেই সময়সীমা বাড়িয়ে ২ এপ্রিল করা হয়।
ছবি: সংগৃহীত