কোডের মাধ্যমে শুরু হয়েছে নতুন ধরনের প্রতারণা।

ছবি: সংগৃহীত

টেলিফোন অপারেটরের ভুয়ো পরিচয় দিয়ে ফোন করে প্রতারণার ছক কষা হচ্ছে।

ছবি: সংগৃহীত

মোবাইল নম্বর সংক্রান্ত বিবিধ তথ্য বলার ছলে প্রতারণার চেষ্টা করা হয়।

ছবি: সংগৃহীত

সিম কার্ডের সমস্যা, ব্যক্তিগত তথ্য যাচাই করার অছিলায় কিছু কোড লিখতে বলা হয়।

ছবি: সংগৃহীত

এই কোড আসলে একটি কল ফরোয়ার্ডিং টুল। কোডটি লিখলেই কল ফরোয়ার্ড হয়ে যাবে অজান্তেই।

ছবি: সংগৃহীত

আপনি যা যা তথ্য জানাবেন সবই প্রতারকেরা জানতে পারবে। ফলে ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যেতে পারে।

ছবি: সংগৃহীত

অচেনা নম্বর থেকে ফোন করে হঠাৎ মোবাইল সংক্রান্ত বা আর্থিক লেনদেন সংক্রান্ত সমস্যার কথা বলে কোনও কোড লিখতে বললে না লেখাই উচিত। 

ছবি: সংগৃহীত

প্রয়োজনে গ্রাহক পরিষেবায় যোগাযোগ করে সত্যতা যাচাই করতে পারেন৷

ছবি: সংগৃহীত

 কোনও টেলিকম পরিষেবা প্রদানকারীর তরফে কখনওই গ্রাহকের ফোন নম্বর বা ব্যক্তিগত কোনও নম্বর, ওটিপি ইত্যাদি জানানোর অনুরোধ করা হয় না।

ছবি: সংগৃহীত

অচেনা নম্বর থেকে ফোন এলে কথা বলার ক্ষেত্রে সতর্ক থাকুন৷

ছবি: সংগৃহীত