media/unsplash:tBypczR1CFI

 সারা দিনের শেষে কিছু ক্ষণের অবসর। সেই সময় মোবাইলে ডেটা চালু করার কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে যাচ্ছে আপনার প্রতি দিনের ডেটা প্যাক? কেন এমন হচ্ছে? কী করলে এই সমস্যা মিটবে?

ছবি: সংগৃহীত

media/unsplash:FVtG38Cjc_k

ব্যাকগ্রাউন্ড ডেটা বন্ধ করুন

 কিছু অ্যাপ রয়েছে যেগুলি ব্যবহার না করলেও ডেটা খরচ হয়৷ ফোনের সেটিংসে গিয়ে ব্যাকগ্রাউন্ড ডেটা বন্ধ করুন৷ ফোনের ব্যাটারি এবং ডেটা দুইয়েরই সাশ্রয় হবে৷

ছবি: সংগৃহীত

media/unsplash:7y-Fr59_MmI

অটো প্লে ভিডিয়ো বন্ধ করুন

 সোশ্যাল মিডিয়াতে সারা ক্ষণ নানা রকম ভিডিয়ো সামনে আসতে থাকে৷ এই ভিডিয়োগুলি কি আপনি ক্লিক না করলেও চলতে থাকছে? তা হলে অটো প্লে বিকল্পটি বন্ধ করে দিন৷

ছবি: সংগৃহীত

media/unsplash:QIpLrHJiv2o

অটো আপডেট বন্ধ করুন

ফোনে থাকা বিভিন্ন অ্যাপের ফিচার বদল হতেই থাকে৷ আপনার ফোনে অটো আপডেট চালু থাকলে সমস্ত ফিচার আপডেট হতে থাকবে স্বয়ংক্রিয় ভাবে৷ এতে অপ্রয়োজনীয় এবং  অতিরিক্ত ডেটা খরচ হয়৷

ছবি: সংগৃহীত

media/unsplash:Ebb8fe-NZtM

ডেটা সেভিং অ্যাপ

 অপেরা ম্যাক্স, ক্রোম ডেটা সেভার ইত্যাদি অ্যাপ ফোনে ডেটার খরচ হ্রাস করে৷

ছবি: সংগৃহীত

media/unsplash:p1P_e86R2DI

ডেটা ব্যবহারের উপর নজর রাখুন 

 কোন কোন অ্যাপ তেমন ব্যবহার না হলেও ডেটা খরচ করাচ্ছে সেই তথ্যের উপর নজর রাখলেই অনেকাংশে ডেটার খরচ নিয়ন্ত্রণ করতে পারবেন৷

ছবি: সংগৃহীত

media/unsplash:leqrylJNYUQ

ক্লাউড স্টোরেজে ডেটা সংরক্ষণ করুন 

 গুগল ড্রাইভ, ড্রপ বক্স-এর মতো ক্লাউড স্টোরেজে ডেটা সংরক্ষণ করতে পারেন৷

ছবি: সংগৃহীত

media/unsplash:6OF-Ly-5oJY

ডেটা পুনরুদ্ধার সফটঅয়্যার 

নির্ভরযোগ্য সফটঅয়্যারের মাধ্যমে ডেটা পুনরুদ্ধার করা গেলেও অহেতুক ডেটার খরচ এড়ানো যেতে পারে৷

ছবি: সংগৃহীত

media/unsplash:kirkdJn_jEk