media/unsplash:GYj4W34XHAA

ফেসবুক মেসেঞ্জারেও এ বার এডিট ফিচার!

ছবি: সংগৃহীত

media/unsplash:6lcT2kRPvnI

হোয়াট্‌সঅ্যাপের মতো পাঠিয়ে দেওয়া মেসেজ এডিট করা যাবে ফেসবুক মেসেঞ্জারেও।

ছবি: সংগৃহীত

media/unsplash:8Fvjsm2KEBs

মেসেজ পাঠিয়ে দেওয়ার ১৫ মিনিটের মধ্যে সেই মেসেজ এডিট করার সুযোগ পাওয়া যাবে ফেসবুক মেসেঞ্জারে।

ছবি: সংগৃহীত

media/unsplash:rqnaRQCEVsE

অ্যান্ড্রয়েড এবং আইওএস ব্যবহারকারীরা পাবেন এই সুবিধা।

ছবি: সংগৃহীত

media/unsplash:kLmt1mpGJVg

তবে ফেসবুক মেসেঞ্জারের এডিট ফিচার ব্যবহার করতে চাইলে অ্যাপটির সাম্প্রতিকতম সংস্করণ ডাউনলোড করতে হবে।

ছবি: সংগৃহীত

media/unsplash:Cg94g0QFHv4

হোয়াট্‌সঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং টেলিগ্রামে ইতিমধ্যেই এই ফিচারটি রয়েছে।

ছবি: সংগৃহীত

media/unsplash:xdBNTAdqU3A

এডিট করার জন্য ফেসবুক মেসেঞ্জারে যে মেসেজটি এডিট করতে চান সেটি ‘লং প্রেস’ করতে হবে।

ছবি: সংগৃহীত

media/unsplash:I6oAMZRM0y0

তার পর এডিটের অপশন দেখাবে।

ছবি: সংগৃহীত

media/unsplash:r73OFSry5AI

মেসেজ পাঠানোর ১৫ মিনিটের মধ্যে পাঁচ বার মেসেজটি এডিট করা যাবে।

ছবি: সংগৃহীত

media/unsplash:2hGE8qHipFo

১৫ মিনিট পর এই ফিচারটি কাজ করবে না এবং শেষ মেসেজটিই দেখাবে।

ছবি: সংগৃহীত