ভারতীয় দর্শকদের অ্যাকাউন্ট শেয়ারিং সীমিত করেছে ডিজ়নি সংস্থা।

এ বার থেকে হটস্টার অ্যাপ ব্যবহারকারীরা পাসওয়ার্ড শেয়ার করতে পারবেন না।

নভেম্বর ২০২৩ থেকে নতুন নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থা।

media/unsplash:6OF-Ly-5oJY
media/unsplash:qlKaN7eqay8

কানাডার পর অন্যান্য দেশেও পাসওয়ার্ড শেয়ারিং সীমাবদ্ধ করতে চলেছে সংস্থাটি।

media/unsplash:n78J3bY4Brc

ভারতে শীঘ্রই এমন পদক্ষেপ করতে চলেছে তারা।

 পাসওয়ার্ড শেয়ারিং নিয়ে  কঠোর পদক্ষেপ করছে ওটিটি সংস্থাগুলি। নেটফ্লিক্স ইতিমধ্যেই এই সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছে।

media/unsplash:zwe--GYIZtc

আয়ের পরিমাণ বৃদ্ধির জন্যই অ্যাকাউন্ট শেয়ারিং পদ্ধতি সীমাবদ্ধ করতে চলেছে ওটিটি সংস্থাগুলি।

media/unsplash:CrPAvN29Nhs

জুলাই মাসে ভারতীয় ব্যবহারকারীদের জন্য পরিবারের সদস্যের মধ্যে পাসওয়ার্ড শেয়ারিং সীমাবদ্ধ করেছে নেটফ্লিক্স।