আজকের দিনে মোবাইল ছাড়া জীবন প্রায় অচল। চার্জ না থাকার কারণে মোবাইল বন্ধ হয়ে গেলে সমস্যা হয়। কী ভাবে মোবাইল ফোনের ব্যাটারি বেশি ক্ষণ বাঁচিয়ে রাখা সম্ভব?

ছবি: সংগৃহীত

1

অনেক সময় বেখেয়ালে কোন জায়গায় রয়েছেন সেই অবস্থান (লোকেশন) ফোনে চালু থাকে। সবসময় লোকেশন অন থাকলে চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যায়।

ছবি: সংগৃহীত

2

 সব সময় ফোনে ওয়াই ফাই, ব্লুটুথ চালু রাখলে মোবাইলের চার্জ দ্রুত শেষ হয়ে যায়। তাই প্রয়োজন হলে তবেই এই বিকল্পগুলি ব্যবহার করুন।

ছবি: সংগৃহীত

3

 মোবাইল ফোনের উজ্জ্বলতা (ব্রাইটনেস) যথাসম্ভব কমিয়ে রাখুন। উজ্জ্বলতা বেশি হলে মোবাইলের চার্জ দ্রুত শেষ হয়৷

ছবি: সংগৃহীত

4

 ফোনের সেটিংসে পাওয়ার সেভিং মোড চালু রাখুন। এটি মোবাইলের চার্জ সংরক্ষণ করতে সাহায্য করবে।

ছবি: সংগৃহীত

5

 বিভিন্ন অ্যাপে কী ঘটছে জানার জন্য পুশ নোটিফিকেশন চালু করে রাখা হয়। এই নোটিফিকেশন বন্ধ রাখলে মোবাইলের চার্জ বেশি ক্ষণ থাকবে।

ছবি: সংগৃহীত

6

 ফোনে লাইভ ওয়ালপেপার চালু থাকলে বন্ধ করুন। মাঝে মাঝে ওয়ালপেপার পরিবর্তন হলে তা ফোনের চার্জ শেষ করে দ্রুত।

ছবি: সংগৃহীত

7

 সারা রাত ফোন চার্জে দিয়ে ঘুমিয়ে পড়েন? এই অভ্যাসের ফলে মোবাইলের ব্যাটারিতে চাপ পড়ে। তাই প্রয়োজনের বেশি সময় মোবাইল চার্জে না রাখাই ভাল।

ছবি: সংগৃহীত