media/unsplash:tBypczR1CFI

মাদকের প্রতি আসক্তির থেকেও বেশি ভয়াবহ ফোনের আসক্তি, দাবি গবেষণায়।

media/unsplash:a9p9PUY5zOo

মদ এবং ধূমপানের পাশাপাশি মোবাইল ফোনে আসক্ত হচ্ছেন তরুণ-তরুণীরা।

media/unsplash:nqyK3NuwC6E

ইউনিভার্সিটি অফ সাউথ ক্যালিফোর্নিয়ার গবেষক জুলি এম অ্যালব্রাইট তাঁর গবেষণায় এমনই চমকপ্রদ তথ্যের উল্লেখ করেছেন।

media/unsplash:ute2XAFQU2I

সমাজবিজ্ঞানী জুলি এম অ্যালব্রাইটের দাবি, দীর্ঘ সময় ধরে মোবাইল ফোনের ব্য়বহার এবং এতে থাকা একাধিক অ্যাপ মানুষের আচরণে সমূহ পরিবর্তন আনে।

media/unsplash:6wdRuK7bVTE

তরুণদের মধ্যে ফোনের প্রতি এই আসক্তির দ্রুত হারে বৃদ্ধি, ভবিষ্যতে উদ্বেগের বিষয় হয়ে উঠতে পারে।

media/unsplash:T90gWliuCQQ

আমেরিকায় তরুণ-তরুণীদের মধ্য়ে স্ক্রিন টাইম উদ্বেগজনক ভাবে বৃদ্ধি পাচ্ছে।  

media/unsplash:bLjPKYjulQ4

অনেক সময় অবসাদের কারণ হয়ে উঠতে পারে এই আসক্তি। ঘুমের উপরেও এর প্রভাব পড়ছে।

media/unsplash:81fRHbVliQI

স্মার্টফোনের প্রতি এই আসক্তি থেকে বিপদের আশঙ্কা করেছেন ডিজিটাল সমাজবিজ্ঞানী জুলি এম অ্যালব্রাইট।