বিজ্ঞানে সব সম্ভব। যার ফসল হল কৃত্রিম বুদ্ধিমত্তা। প্রায় সব ক্ষেত্রেই সাড়া ফেলে দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব।

সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে এমন একটি এআই টুল প্রস্তুত করা হয়েছে, যা সাড়া ফেলে দিয়েছে চিকিৎসা বিজ্ঞানে।

রেটিনা স্ক্যান করে হৃদ্‌যন্ত্রের অবস্থা জানার জন্য তৈরি করা হয়েছে অ্যালগোরিদম।

এই টুলটির নাম রেটফাউন্ড।

এই অ্যালগোরিদমের মাধ্যমে হৃদ্‌রোগ ছাড়া পারকিনসন্সও শনাক্ত করা যাবে।

এমনকি হৃদ্‌যন্ত্র বিকল হওয়ার ঝুঁকিও নির্ধারণ করতে পারবে এআই টুল।

এআই টুলটি মেডিক্যালের বিভিন্ন তথ্য ব্যবহারের জন্য প্রোগ্রাম করা হয়েছে।

এই টুলে রেটিনা ফটো ডেটার একটি বড় সংখ্যা প্রোগ্রাম করা হয়েছে।