media/unsplash:E7buUy31sQQ

ইস্ত্রি করার সময় অনেক সময় প্লেট বেশি গরম হওয়ার কারণে কাপড় আটকে যায়।

media/unsplash:q3o7KGZKmLs

পোড়া কাপড়ের চিহ্ন চিরকাল প্রেস প্লেটে থেকে যায়।

media/unsplash:_BiXLzpVHao

যতই পরিষ্কার করা হোক না কেন, সেই প্লেট থেকে পোড়া কাপড়ের চিহ্ন মুছে ফেলা যায় না।

media/unsplash:5YPOXwwQe-U
media/unsplash:phCxp0DLd4c

তবে এই দাগ পরিষ্কার করার একটি খুব সহজ উপায় আছে। আপনিও চেষ্টা করে দেখতে পারেন।

media/unsplash:vT9zeLCOpps

প্রথমে সুইচ বোর্ড থেকে হট প্রেসটি আনপ্লাগ করুন এবং এটিকে ঠান্ডা হতে দিন।

media/unsplash:D8VfcZt_VeI

তার পর পোড়া প্লেটে একটু টুথপেস্ট লাগিয়ে ভাল করে ছড়িয়ে দিন। তার পর সেটি মুছে ফেলুন।

media/unsplash:rkT_TG5NKF8

জলে সামান্য বেকিং সোডা মিশিয়ে পেস্ট তৈরি করে প্লেটে লাগিয়ে রেখে দিন।

media/unsplash:gma1zfS3_6E

পাঁচ মিনিট পর স্ক্রাব দিয়ে ঘষে স্পঞ্জ দিয়ে রেখে দিন। প্রেস চকচকে হয়ে যাবে।

media/unsplash:zf5F_eJacsI

লেবুর খোসার মধ্যে সামান্য ডিটারজেন্ট মিশিয়েও প্রেসের পোড়া প্লেট পরিষ্কার করা যায়।

media/unsplash:TzN2odwnesg