কিছুদিন ধরে হার্দিক পাণ্ড্য এবং নাতাশা স্তানকোভিচের বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা চলছে। আইপিএল খেলে হার্দিক চলে গিয়েছেন লন্ডন। সেখানেই আছেন সার্বিয়ান মডেল-অভিনেত্রী।
ছবি: সংগৃহীত
সূত্রের খবর খোরপোশ বাবদ নাতাশা হার্দিকের সম্পত্তির ৭০ শতাংশ দাবী করেছেন। তার কমে তিনি রাজী নন। এই কারণেই তাঁদের বিচ্ছেদের জল্পনার সঙ্গে প্রাক্-বিবাহ চুক্তির কথা উঠে আসছে।
ছবি: সংগৃহীত
ভারতে সাধারনত বিয়ের আগে এই ধরনের চুক্তি স্বাক্ষরের প্রচলণ নেই।
ছবি: সংগৃহীত
তবে বাইরের দেশে বিবাহ-পূর্ব চুক্তির চল রয়েছে।
ছবি: সংগৃহীত
বিশেষ করে তারকারা বিয়ের আগে এই ধরনের চুক্তিতে স্বাক্ষর করে থাকেন।
ছবি: সংগৃহীত
এই সকল চুক্তিতে স্পষ্ট লেখা থাকে বিচ্ছেদের পরে স্বামী, স্ত্রীকে তাঁর সম্পত্তির কতটা অংশ দেবেন।
ছবি: সংগৃহীত
তবে হার্দিক পান্ড্য ও নাতাশার মধ্যে কী কোনও প্রাক্-বিবাহ চুক্তি আছে? এই বিষয়ে কোনও তথ্য এখনও সামনে আসেনি।
ছবি: সংগৃহীত
যদিও উভয়ের কেউই এখনও পর্যন্ত তাঁদের বিচ্ছেদের জল্পনা নিয়ে মুখ খোলেননি।
ছবি: সংগৃহীত