সম্প্রতি ‘সুইসাইড ডিজ়িজ়’-এ আক্রান্ত এক বৃদ্ধের অস্ত্রোপচার করা হয়েছে চেন্নাইয়ে।

ছবি: সংগৃহীত

কী এই রোগ? উপসর্গই বা কী?

ছবি: সংগৃহীত

নার্ভের বিরল রোগ ‘সুইসাইড ডিজ়িজ়’-এ আক্রান্ত হয়েছিলেন সলমন খান। 

ছবি: সংগৃহীত

এই রোগে মুখে তীব্র যন্ত্রণা হয়।  ২০১১ সালে আমেরিকায় অস্ত্রোপচার হয় সলমনের।

ছবি: সংগৃহীত

এই রোগে ‘ট্রাইজেমিনাল’ স্নায়ু আক্রান্ত হয়। এই স্নায়ুগুলি মুখের সংবেদনশীলতা মস্তিষ্কে পাঠানোর কাজ করে।

ছবি: সংগৃহীত

এই রোগে স্নায়ুর উপর চাপ বা ক্ষতির কারণে প্রচণ্ড ব্যথা হয়।

ছবি: সংগৃহীত

এমনকি দমকা হাওয়া গালে লাগলেও অসহ্য যন্ত্রণা হতে পারে।

ছবি: সংগৃহীত

আক্রান্তেরা মানসিক ভাবে ভেঙেও পড়তে পারেন। এই রোগে আক্রান্তদের মানসিক চাপ, দুশ্চিন্তা এবং বিষণ্ণতা বেড়ে যায়।

ছবি: সংগৃহীত

তীব্র ব্যথার ফলে খাওয়া, কোনও কিছু পান করা, এমনকি কথা বলার ক্ষমতাও কমে আসতে পারে। যন্ত্রণা সহ্য করতে না পেরে অনেক সময় আত্মহননের পথ বেছে নেন আক্রান্ত।

ছবি: সংগৃহীত