দক্ষিণী বিনোদন জগৎ থেকে বলিউডে পা রেখেছেন বেশ কয়েক বছর আগে। এর মধ্যেই বলিপাড়ার পরিচিত মুখ অভিনেত্রী ম্রুণাল ঠাকুর।

ছবি: সংগৃহীত

‘লভ সোনিয়া’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হওয়ার পরে হৃতিক রোশনের সঙ্গে ‘সুপার ৩০’ ছবিতে কাজ করে দর্শকের নজরে আসেন ম্রুণাল। তার পরে ‘বাটলা হাউস’,  ‘তুফান’,  ‘জার্সি’র মতো ছবিতে নিজের অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে জায়গা তৈরি করেছেন তিনি।

ছবি: সংগৃহীত

নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা ভাবে কথা বলেও তিনি বহু বার খবরের পর্দায় উঠে আসেন। এ বার তিনি শেখালেন সাবেকি সাজেই সকলকে তাক লাগানোর আদবকায়দা।

ছবি: সংগৃহীত

বিয়েবাড়িতে পরার জন্য আপনার আলমারিতে একটা লাল রঙের চান্দেরি সিল্ক অবশ্যই রাখবেন। সঙ্গে পরতে পারেন অভিনেত্রীর মতোই লাল রঙের চান্দেরি ব্লাউজ়,  সাজ রাখবেন হালকা।

ছবি: সংগৃহীত

বাজারে এখন ফ্লোরাল প্রিন্টের চল প্রবল। আপনিও নিজের সংগ্রহে একটি ফ্লোরাল প্রিন্ট লম্বা ঝুলের আনারকলি রাখতেই পারেন। সঙ্গে নিন একই প্রিন্টের ওড়না।

ছবি: সংগৃহীত

হলুদ সিল্কের শাড়ি জুড়ে সোনালি রঙের কাজ করা,  সঙ্গে পরেছেন লাল হাতকাটা ব্লাউজ় ও ঝোলা কুন্দনের দুল। নামমাত্র রূপটানেও অপরূপা ম্রুণাল।

ছবি: সংগৃহীত

কালো সুতির শাড়ির সঙ্গে সাদা হাতকাটা ব্লাউজ়। খোলা চুল ও ছিমছাম রূপটানে মোহময়ী হয়ে উঠেছেন অভিনেত্রী।

ছবি: সংগৃহীত

অফিসে পরে যেতে পারেন হালকা গোলাপি রঙের কুর্তি-পালাজ়োর সেট,  সঙ্গে নিন মানানসই ওড়না। সাজ রাখুন হালকা,  সকলের নজর আপনার দিকেই থাকবে।

ছবি: সংগৃহীত