রাধিকা মার্চেন্ট-অনন্ত অম্বানীর রাজকীয় প্রাক্-বিবাহ মুহূর্তের ঝলক।
ছবি: সংগৃহীত
গুজরাতের জামনগরে রাধিকা-অনন্তের প্রাক্-বিবাহের অনুষ্ঠান হবে ১-৩ মার্চ।
ছবি: সংগৃহীত
রিলায়্যান্স গ্রিন কমপ্লেক্সে জাঁকজমকে ভরা অনুষ্ঠানের প্রস্তুতি শেষের পথে।
ছবি: সংগৃহীত
ইনদওরের ৬৫ জন সেরা রন্ধনশিল্পী তিন দিনে ২৫০০ ধরনের বিশেষ এবং সুস্বাদু খাবার তৈরি করবেন।
ছবি: সংগৃহীত
২০ জন মহিলা রন্ধনশিল্পী থাকবেন। বিশেষ বিশেষ খাবার প্রস্তুত করার জন্য ইনদওর থেকে উপকরণ আনা হয়েছে।
ছবি: সংগৃহীত
অতিথিরা পোহা, কচুরি, উপমা, খোপরা, প্যাটিস খাবেন।
ছবি: সংগৃহীত
মেনুতে তাইল্যান্ড, জাপান, মেক্সিকোর বিভিন্ন প্রদেশের খাবার থাকবে।
ছবি: সংগৃহীত
সকালের জলখাবারে ৭৫ রকম, দুপুরের খাবারের জন্য ২২৫ রকম, এবং রাতের খাবারের জন্য ২৭৫ রকম খাবার পরিবেশন করা হবে।
ছবি: সংগৃহীত
শুধু তাই নয়, মধ্যরাত থেকে ভোর ৪টা পর্যন্ত খাবারে ৮৫টি খাবার পরিবেশন করা হবে।
ছবি: সংগৃহীত
দ্য জার্ডিন হোটেলের এমডির মতে, কোনো খাবারের পুনরাবৃত্তি হবে না
ছবি: সংগৃহীত