দীর্ঘ ১৭ বছর পর আবারও কান-এর গালিচায় সকলের নজর কাড়লেন অভিনেত্রী প্রীতি জ়িন্টা।
ছবি: সংগৃহীত
নব্বইয়ের দশকের প্রথম সারির বিখ্যাত বলি অভিনেত্রী প্রীতি। বলিউডের ‘কিং’ শাহরুখ খানের সঙ্গে অভিনেত্রীর জুটি ছিল দর্শকের বুকে ঝড় তোলা।
ছবি: সংগৃহীত
১৭ বছর পর আবারও কান-এর গালিচায় তিনি। ভারতীয় সংস্কৃতির আদলে সেজেই তুফান তুললেন নায়িকা।
ছবি: সংগৃহীত
চুমকি ও পুঁতির কাজ করা গোলাপি শাড়িতে অভিনেত্রীকে দেখতে লাগছিল দারুণ।
ছবি: সংগৃহীত
শাড়ির সঙ্গে প্রীতি একই রঙের ভি-গলার হাতকাটা ব্লাউজ় পরেছিলেন।
ছবি: সংগৃহীত
কানে পরেছিলেন গোলাপি পাথর বসানো ঝোলা দুল।
ছবি: সংগৃহীত
সাজের ব্যাপারে বেশি পরীক্ষা করেননি অভিনেত্রী। খোলা চুল ও নামমাত্র রূপটানেই মোহময়ী হয়ে উঠেছেন তিনি।
ছবি: সংগৃহীত
প্রীতির শাড়িটি পোশাকশিল্পী সিমা গুজ়রালের নকশা করা। এটির দাম প্রায় ১ লক্ষ ১৮ হাজার টাকা।
ছবি: সংগৃহীত