২১ ফেব্রুয়ারি গোয়ায় গাঁটছড়া বাঁধবেন রকুলপ্রীত সিংহ এবং জ্যাকি ভগনানি।
ছবি: সংগৃহীত
দক্ষিণ গোয়ার বিলাসবহুল হোটেলে সাত পাক ঘুরবেন তারকা যুগল।
ছবি: সংগৃহীত
বিয়েতে শুধুমাত্র ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সদস্যেরা উপস্থিত থাকবেন।
ছবি: সংগৃহীত
বিয়ের অনুষ্ঠান চলবে তিন দিন। অনুষ্ঠান শুরু হবে ১৯ ফেব্রুয়ারি থেকে।
ছবি: সংগৃহীত
অন্য তারকাদের দেখানো পথে না হেঁটে, নিজেদের বিয়েতে কোন অভিনব পন্থা নিলেন রকুলপ্রীত সিংহ ও জ্যাকি ভগনানি? তাঁদের বিয়েতে আতসবাজি পোড়ানো হবে না। অনুষ্ঠান হবে সম্পূর্ণ পরিবেশবান্ধব।
ছবি: সংগৃহীত
রকুল-জ্যাকির বিয়েতে থাকছে এলাহি আয়োজন। তবে, সে সবই হবে পরিবেশবান্ধব পদ্ধিতে। তার জন্য একগুচ্ছ বিধিনিষেধও রয়েছে তাঁদের বিয়েতে। তৈরি করা হয়েছে ডিজিটাল বিয়ের কার্ড।
ছবি: সংগৃহীত
তাঁদের বিয়েতে ‘কার্বন ফুটপ্রিন্ট’ কমাতে চান যুগল। বিয়ের অনুষ্ঠান কক্ষ থেকে ব্যবহৃত আলো, খাবার— সবের জন্য থাকছে আলাদা বন্দোবস্ত।
ছবি: সংগৃহীত
পরিকল্পনা রয়েছে চারা গাছ লাগানোর। সাত পাক ঘোরার আগেই বৃক্ষরোপণ করবেন বর-কনে।
ছবি: সংগৃহীত