দীর্ঘ অপেক্ষার পর মে মাসে ওটিটির পর্দায় মুক্তি পেল ‘পঞ্চায়েত’ সিরিজ়ের সিজ়ন ৩।
ছবি: সংগৃহীত
‘পঞ্চায়েত’ ওয়েব সিরিজ়ের আগের সিজ়ন দু’টির মতো এই সিজ়নও দর্শক মহলে সাড়া ফেলেছে।
ছবি: সংগৃহীত
মোট আটটি পর্ব নিয়ে মুক্তি পেয়েছে ‘পঞ্চায়েত ৩’। এবারের এক একটি পর্বে অভিনয় করতে কত পারিশ্রমিক নিয়েছেন অভিনেতারা?
ছবি: সংগৃহীত
বলিউড সূত্রে খবর, গ্রামের সচিব অর্থাৎ অভিনেতা জীতেন্দ্র কুমার এক-একটি পর্বে অভিনয় করতে ৭০ হাজার টাকা পারিশ্রমিক নিয়েছেন। তিনি প্রায় ৫ লক্ষ ৬০ হাজার টাকা আয় করেছেন।
ছবি: সংগৃহীত
গ্রামপ্রধানের স্ত্রীর ভূমিকায় অভিনয় করতে নীনা গুপ্ত প্রতি পর্বে জন্য ৫০ হাজার পারিশ্রমিক পেয়েছেন। তাঁর মোট আয় হয়েছে ৫ লক্ষ টাকা।
ছবি: সংগৃহীত
অভিনেতা রঘুবীর যাদব প্রতি পর্বে অভিনয়ের জন্য ৪০ হাজার করে পারিশ্রমিক নিয়েছেন। তাঁর মোট আয় হয়েছে ৩ লক্ষ ২০ হাজার টাকা।
ছবি: সংগৃহীত
চন্দন রায় মোট আয় করেছেন ১ লক্ষ ২০ হাজার টাকা। প্রতি পর্বে অভিনয়ের জন্য তিনি ২০ হাজার টাকা পারিশ্রমিক নিয়েছেন।
ছবি: সংগৃহীত
এই কয়েকজন অভিনেতা ছাড়া এই সিরিজে় অভিনয় করেছেন ফয়সল মালিক, দুর্গেশ কুমার, সানভিকার মতো আরও অনেক তারকা। এঁদের পারিশ্রমিক সম্বন্ধে এখনও কিছু জানা যায়নি।
ছবি: সংগৃহীত