দেশের প্রথম সারির ৬ জন নারী ফ্যাশন ডিজাইনার, বদলে দিয়েছেন পোশাক পরার ধরন।
ছবি: সংগৃহীত
ভারতের দ্রুত উদীয়মান ফ্যাশন ইন্ডাস্ট্রির পেছনে অনেক নারী ফ্যাশন ডিজাইনারের নাম রয়েছে।
ছবি: সংগৃহীত
অনামিকা খান্না
অনামিকা দেশের একজন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার। তিনি কলকাতার একটি স্টুডিও থেকে কাজ করেন এবং আম্বানি পরিবার সহ অনেক সেলিব্রিটিদের স্টাইল করেছেন।
ছবি: সংগৃহীত
অঞ্জু মোদি
অঞ্জু মোদি দেশের একজন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার, যিনি 'বাজিরাও মাস্তানি', 'রাম লীলা'র মতো সিনেমার জন্য পোশাক ডিজাইন করেছেন।
ছবি: সংগৃহীত
অনিতা ডোংরে
ডিজাইনার অনিতা 'হাউস অফ অনিতা ডোংরে'-এর প্রতিষ্ঠাতা, আন্তর্জাতিক র্যাম্পেও তার জাদু ছড়িয়েছেন তিনি।
ছবি: সংগৃহীত
নীতা লুলা
নীতা 300 টিরও বেশি বলিউড চলচ্চিত্রের জন্য পোশাক ডিজাইন করেছেন, একজন ডিজাইনার হওয়ার পাশাপাশি তিনি একজন স্টাইলিস্টও।
ছবি: সংগৃহীত
ঋতু কুমার
ঋতু কুমারের নাম দেশের সেরা ফ্যাশন ডিজাইনারদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, তিনি সংস্কৃতির সাথে আধুনিক শৈলী মিশ্রিত করেছেন।
ছবি: সংগৃহীত
ঋতু বেরি
ঋতু বেরি বলিউডের পাশাপাশি হলিউডেও পোশাক পরিকল্পনা করেছেন।
ছবি: সংগৃহীত