চুড়িদার হোক বা শাড়ি— সবেতেই সমান ভাবে নজরকাড়া হয়ে উঠতে চাইলে টিপ্স নিতে পারেন শুভশ্রীর কাছ থেকে।
ছবি: সংগৃহীত
কখনও নিখাদ সাবেকি সাজ, কখনও তাতে যোগ হয়েছে খানিক পশ্চিমি ছোঁয়া।
ছবি: সংগৃহীত
গোল গলা ফুল হাতা লম্বা ঝুলের বেগনি আনারকলি জুড়ে রয়েছে সোনালি পুঁতির কাজ। ওড়না এবং আনারকলির চওড়া পাড় আলাদা করে নজরকাড়ে।
ছবি: সংগৃহীত
ওয়াইন রঙের বেনারসির পাড় এবং সারা জমি জুড়ে জরির কারুকাজ। সঙ্গে পান্না এবং কুন্দনের ভারী চোকার শুভশ্রীর সাবেকি সাজে আলাদা মাত্রা যোগ করেছে।
ছবি: সংগৃহীত
সাদা পাথরের কাজ করা সাটিনের অফ হোয়াইট শাড়ির সঙ্গে এক ঢাল খোলা চুল, নামমাত্র রূপটানেও মোহময়ী শুভশ্রী।
ছবি: সংগৃহীত
গোলাপি শাড়ি জুড়ে সোনালি জরির খেলা, সঙ্গে শাড়ির রঙেরই হাতকাটা ব্লাউজ়। গলায় ভারী কাজের টেম্পল জুয়েলারি। সিঁথি ভর্তি সিঁদুরে অপরূপা শুভশ্রী।
ছবি: সংগৃহীত
গাঢ় সবুজ রঙের দক্ষিণী সিল্কের শাড়ি। কানে ভারী দুল, মেসি বানে সাবেকি সাজেও পার্টির জন্য এক্কেবারে আলাদা পর্দার ‘ইন্দুবালা’।
ছবি: সংগৃহীত
আপনি যদি রাজকীয় লুক চান তবে শুভশ্রীর মতো ঐতিহ্যবাহী পোশাকে ভারী সোনার গয়না পরুন।
ছবি: সংগৃহীত