২০২৩ এশিয়ান গেমসে সোনা জিতেছেন জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া।

ছবি: সংগৃহীত

৮৮.৮ মিটার জ্যাভলিন নিক্ষেপ করে দেশের হয়ে সোনা জিতেছেন নীরজ। ৮৬.৭৭ মিটার জ্যাভলিন নিক্ষেপ করে রুপো জিতেছেন কিশোর জেনা।

ছবি: সংগৃহীত

ডায়েটের পাশাপাশি নিয়মিত শরীরচর্চা করেন নীরজ চোপড়া।

ছবি: সংগৃহীত

media/unsplash:J4yQp1lIJsQ

ছবি: সংগৃহীত

media/unsplash:lw8GflbJwLc

ফলের রস বা নারকেল জল দিয়ে দিন শুরু করেন নীরজ। এটি তাঁকে সারা দিন সতেজ থাকতে সাহায্য করে।

ছবি: সংগৃহীত

media/unsplash:nBtmglfY0HU

তিন থেকে চারটি ডিমের সাদা অংশ, দু’টি রুটি, এক বাটি পোরিজ এবং ফল খান প্রাতরাশে।

ছবি: সংগৃহীত

media/unsplash:zXNC_lBBVGE

তাঁর দুপুরের খাবারে সাধারণত দই, ভাত, মসুর ডাল, গ্রিলড চিকেন এবং স্যালাড থাকে।

ছবি: সংগৃহীত

media/unsplash:rzozY5YpzA0

সন্ধ্যায় শুকনো ফল বা ফলের রস খান তিনি।

ছবি: সংগৃহীত

media/unsplash:x4l4U-pHF9s

নীরজ রাতে হালকা খাবার খান। তাঁর রাতের খাবারে স্যুপ বা সিদ্ধ সব্জি থাকে।

ছবি: সংগৃহীত